একটি কবিতা
একটি ঋতু, একটি দিন কিংবা এক সেকেন্ড
এখনো বৃষ্টির ঝরে পরা যন্ত্রণা অনুভব করি
দেখি জোৎস্না, উপলব্ধিহীন একটি কবিতা
হয়তো ক্ষণিক পরেই ভুলে যাই
ভুলে যাই নগরের কথা, অধিবাসীদের জীবন
জড়ো হওয়া সুখ ও দুখ; দেখি
সাগরও আজ ঝর্ণার নিকট সাহায্যের হাত বাড়ায়
আঁধারের নিকট সূর্য, দুখের নিকট সুখ
ক্ষণিক পরেই ভুলে যাই, একটি উপলব্ধিহীন কবিতার
বৃষ্টি হয়ে ঝরে পরা কান্না, অতঃপর জেগে থাকি
কি যেন হারিয়েছি, কী যেন নুতন কিছু পেয়েছি
মিথ্যে ছিলোনা কিংবা পুরো সত্যও নয়, একটি কবিতা
তোমার অবয়বে স্কেচ করা ছবি।
“দেখি জোৎস্না, উপলব্ধিহীন একটি কবিতা
হয়তো ক্ষণিক পরেই ভুলে যাই
ভুলে যাই নগরের কথা, অধিবাসীদের জীবন।”
অপরিচিত এই নাগরিক জীবনে আমাদের প্রতিবিম্বে আমরাই পরস্পরের অচেনা মানুষ।
নাগরিক এবং নগর দুটোই আমার নিকট খুব অচেনা মনে হয়। সাথে নিজেকে তো অবশ্যই। আপনার ভালোবাসা এবং অনুপ্রেরণা আমার অন্ধকার পথের আলো বলে মনে করি।