যমুনা কাছে প্রার্থনা

যমুনা কাছে প্রার্থনা

ও যমুনা তোকে ভালোবাসি বলে
আমার বুকে মরা বানভাসাস-
তোকে শ্রদ্ধা, স্নেহ, মনে করি বলে
সোনালী মন পাঁজর ভাঙ্গিস:
বল না কেনো এত তোর অনুরাগ?
তোর আল্লাহর দোহায় লাগে
আমার বুকে আর বানভাসাস না।

এত জল কত মৃত্যুর আর্তনাদ
এইসব দেখে তোর খুব আনন্দ পাস!
আর কত আনন্দ করবি যমুনা-
তুই ত সঙ্গেই আছিস থাকবি চিরকাল!
চারপাশ নিঃসঙ্গ করে কি ভালোবাসা পাবি?
তোর দোহায় লাগে করজোড়ে প্রার্থনা করি;
এবার একটু থাম যমুনা।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “যমুনা কাছে প্রার্থনা

  1. মনের কথাই কবিতায় তুলে ধরেছেন প্রিয় বাউল কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।