ভালবাসী

তোকে শাড়ীতে ভাল লাগে
হাত জোড়া চুড়ি, কপালে টিপ
শ্যামলা বরণে মনের কোনে
প্রেম টি আবার জাগে।

পায়ে আলতা, হাতে মেহেদী
তোর মুখে দুষ্টু হাসি
হলুদ সবুজ শাড়ীতে তোরে
আমি যে বড্ড ভালবাসি।

মাথায় তোর চুলের খোপা
তোর কালো জোড়া আখি।
মনের কোনে তোকে নিয়ে
কতই স্বপ্ন আঁকি।
তুই যে আমার হীরামন পাখি

1 thought on “ভালবাসী

মন্তব্য প্রধান বন্ধ আছে।