চু–প… বলিস না সত্য কথা
ভাল কথা বলবো না
ফরমালিন ছাড়বো না,
সুদ-ঘুষ যতো আছে
পেট পুরে খাবো না… বেহুঁশে কথা বলবো না
দে, দে, দেনারে বাবা
কেলেঙ্কারি যতো আছে
যততে তোর মন ভরে
রাখবো খুব যতন করে…..বেহুঁশে আর মরবো না
ঐ দ্যাখ, দ্যাখ নারে
সাংবাদিক, আমজনতা বদ্ধকুঠিরে
স্বজনরা কেঁদে মরে
সত্য কথা বলবো নারে…..হুশে করিস বেহুঁশে না
বাপ গেছে চাচা গেছে
তেরোর পর প্রবীর আছে
৭১ হায়নায় মিশে গ্যাছে
স্প্লিন্টার আজও কাঁদে……সত্যের পথে মিথ্যে বাঁচে না
বেহুঁশে বলিস না কথা
হুঁশে মরিস না দাদা
বেহুঁশের হুশের কথা
মিথ্যের মাঝে সত্যের কাঁদা………চু–প বলিস সত্য কথা না…
____________________________
( সাংবাদিক প্রবীর সিকদারকে উৎসর্গ )
সাংবাদিক প্রবীর সিকদার এর প্রতি আমাদের সকলের শুভকামনা। শুভেচ্ছা কবি।
চমৎকার হয়েছে কবি। শুভকামনা।
বেশ হয়েছে কবি দা। নিরন্তর শুভেচ্ছা আপনার জন্য।