কখন যে বড় হয়ে গেছি

কখন যে বড় হয়ে গেছি

কখন যে বড় হয়ে গেছি কি জানি
লাগে সুমধুর আজ যেই পাখিদের গান শুনি;
হাটা শিখেছি মার হাতদু’টো ধরে
কষ্ট পেতেন মা, ক্ষত যদিও আমার পাঁজরে।

কখন যে বড় হয়ে গেছি কি জানি
যেন বধির ছিলাম, এখন স্বপ্নের ডাক শুনি;
সে বেলা না করেছি অনুভব ক্ষুধা
কান্নার ভাষা বুঝেই তো দিয়ে দিতেন সুধা।

দেখিনি জগত কাননে পুষ্প-হাসি
দৃষ্টির কি অভাব গগনে তখনও হাসত শশী;
ঘুম পাড়ানি গানে কত ঘুম নিশ্চিন্ত
কখনো বুঝিনি, জ্বলে জীবনে দাবানল কত।

আঁচল ছায়ায় বুঝিনি রোদ তিক্ষ্ণতা
কই ছিল তখন বোধ, দাউ দাউ জ্বলেও তা।
কখন যে বড় হয়ে গেছি কি জানি
আজ বুঝি হৃদয়ই অপ্রেম স্নেহ মমতার খনি।

যাদের হাত ধরে হলেম বড় আমি
না ঐ পদযুগলে শ্রদ্ধা, না কখনো আর চুমি;
যে আলেয়া দেখিনি কখনো পাশে
বার বার ছুটে যাই যেন তবুও তারই দেশে।

অলিগলি কখনো আবার রাজপথে
ভালোবাসা সব পায়ে দলে চলি জীবন রথে;
প্রতারণা দ্বন্ধ আজ বড় ভালোবাসি
হয়েছি যে বড়, গজিয়েছে অস্থিত্ব শক্তপেশী।

3 thoughts on “কখন যে বড় হয়ে গেছি

  1. 'ভালোবাসা সব পায়ে দলে চলি জীবন রথে।' এমনই হওয়া উচিত। জীবনকে জীবনের মতো উপভোগ করাই শ্রেয়। অভিনন্দন প্রিয় কবি মি. সাইদুর রহমান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ভাল লিখেছেন কবি দা। আপনার লেখা আসে কিন্তু আপনার উপস্থিতি পাইনা কেন কবি?

মন্তব্য প্রধান বন্ধ আছে।