বঙ্গ জীন
এইতো যাচ্ছে দিন, বাজছে মাথায় বীণ
ভোরের আলো চোখের পাতায় দেখছে শুধু ঋণ
সপ্তাহে সাতদিন।
এইতো হচ্ছে ঘুম, চোখ টেনে খুন গুম
সত্যের মোড়ে মিথ্যে হেটে চলছে বামুন
মাসে ত্রিশখুন।
যাচ্ছে তবু দিন, জীবন যাত্রা ক্ষীণ
বস-এর মাথায় পিয়ন বসে বানাচ্ছে রুটিন
বর্ষে তিনশো পয়ষট্টিদিন।
আমি খাচ্ছি টেস্টি জেলি, তুমি পচা বিন
সপ্তাহে সাতদিন
ছয়-এ নয়-এ ভাবছি বসে বঙ্গে সবাই জীন।
এভাবেই আমাদের এই সব দিন রাত্রি।
ঠিক তাই ভাইজান। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
সত্যের মোড়ে মিথ্যে হেটে চলছে বামুন
কবিতা খুবই ভাল লেগেছে। নৈমত্তিক চিত্রের শৈল্পিক প্রকাশ।
শুভেচ্ছা নিবেন আমিন ভাই
আপনাদের অনুপ্রেরণাতে আলো দেখি।