নিজকিয়া ৩১
কোনো কোনো জাহাজ ডুবে যাওয়ার আগে
সটান মাথা তুলে তাকায়
ঝড়ের চোখে চোখ রেখে বলে গুটেন মর্গেন!
লাইফ জ্যাকেট অবহেলায় ছুঁড়ে ফেলে
ঢেউয়ের পর্বতশিখরে ওঠার প্রস্তুতি নেয়।
জাহাজেরও মেরুদন্ড থাকে, মজ্জা থাকে
অসংখ্য অনুভূতিপ্রবণ স্নায়ুজাল বিছিয়ে রাখে
সবুজাভ নীল সামুদ্র ত্বকে;
সেইসব মাথাউঁচু জাহাজডুবি হলেই
সমুদ্র গ্রাস করে বারমুডা ট্র্যাঙ্গেল।
নিয়মিত স্বতন্ত্র ঘরানার লিখা উপহার। অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র।