গোলাপের বুকে প্রজাপতি

গোলাপের বুকে প্রজাপতি

দেহ রঙের ঢেউ বহে কল কল
ভবনমাঝির খরতাপ আহা কি বল বল ;
কি রূপের সাজসজ্জা সকাল দুপুর সন্ধ্যা-
কি আঁকালে চরবালির রঙে ছবি-
সেই ছবিতে আনো এতটুকু অনুভূতি!
গোলাপের বুকে মধু সংগ্রহে প্রজাপতি।

পথের মাঝে গন্ধ রসে পেতে বল কতটুকু রাজি-
ধোঁকা বাজ পিঁপড়া বড়ই হয়েছে যে পাজি !
কোন আলোই বুক ঝলছে না –কাঁপছে না
অমাবস্যার রাত শুধু তারার গলায় ফাঁসি,
প্রজাপতি গোলাপের বুকে কি রঙ্গসংসার পঁচালি-
সমস্ত স্বপ্ন রঙিন যমুনা তরে ভেসে দিলি।

গোলাপের বুকে সিক্ত মন হতে চাস প্রজাপতি?
শুধু একটুও দেখলি না রঙে তুলিতে অনুভূতি।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “গোলাপের বুকে প্রজাপতি

  1. প্রজাপতি গোলাপের বুকে কি রঙ্গসংসার পঁচালি। ___ চমৎকার প্রিয় বাউল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।