বদলানো

বদলানো

গতকাল ঐখানে যেমন ছিলাম
আজকেও এখানে তেমন আছি;
মুত্যৃর পরে কেমন থাকবো!
জানি না -জানি না ? তোরা কেউ
জানিস নাকি- জানলে পরে
বলে দিস- আমি বদলে যাবো-
ঠিক বসন্ত ফাল্গুনির মতো।

গতকাল নদী, বৃক্ষ দেখছি যেমন
আজকেও দেখছি তেমন
নদীর বুকে চর হয় বৃক্ষের ডালে
বৃদ্ধ পাতাগুলো ঝরে যায়
নতুন গন্ধস্বাদে আবার অঙ্কুর হয়।

শুধু শুকনো ঝরা পাতা বৃদ্ধ বলিস না
বলিস না মূত্যুমাটির রঙ বদলানো-
যেমনটি আছি আজও ফাল্গুন যত
আগামীকাল ভাসি প্রণয় আছে শত।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “বদলানো

  1. জীবন কখনও পরিবর্তনহীন নয়। দিন বদলের পাশাপাশি মানুষের জীবন চরিত বদলায়। … অনেক অনেক শুভেচ্ছা রইলো বাউল কবি মি. সরকার।

মন্তব্য প্রধান বন্ধ আছে।