বদলানো
গতকাল ঐখানে যেমন ছিলাম
আজকেও এখানে তেমন আছি;
মুত্যৃর পরে কেমন থাকবো!
জানি না -জানি না ? তোরা কেউ
জানিস নাকি- জানলে পরে
বলে দিস- আমি বদলে যাবো-
ঠিক বসন্ত ফাল্গুনির মতো।
গতকাল নদী, বৃক্ষ দেখছি যেমন
আজকেও দেখছি তেমন
নদীর বুকে চর হয় বৃক্ষের ডালে
বৃদ্ধ পাতাগুলো ঝরে যায়
নতুন গন্ধস্বাদে আবার অঙ্কুর হয়।
শুধু শুকনো ঝরা পাতা বৃদ্ধ বলিস না
বলিস না মূত্যুমাটির রঙ বদলানো-
যেমনটি আছি আজও ফাল্গুন যত
আগামীকাল ভাসি প্রণয় আছে শত।
জীবন কখনও পরিবর্তনহীন নয়। দিন বদলের পাশাপাশি মানুষের জীবন চরিত বদলায়। … অনেক অনেক শুভেচ্ছা রইলো বাউল কবি মি. সরকার।
বেশ লিখেছেন।