গদ্য তলা ২


অনেক দেরী হয়ে গেছে জেনেও দৌড়াচ্ছি। ষ্টেশন ছেড়ে গেছে নির্দিষ্ট ট্রেণ…। তবুও দৌড়াচ্ছি হন্ত দন্ত হয়ে। সূর্যাস্তের পর গহীন হয়ে উঠে পথের বাঁক। দৌড়াচ্ছি প্রাণপনে…
পেছনে ফেলে যাচ্ছি আস্ত গ্রাম, দেবদারুর মিছিল, ঝিঝির ডাক! নির্বাক, বিষ্মিত নয়নে
তাকিয়ে থাকে একটি পেঁচা- যার অক্ষিসারে থমকে আছে খরস্রোতা নদী। ফানাময়…

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “গদ্য তলা ২

  1. গদ্য তলা'র দুটি পর্ব পড়লাম। লিখাটি বোধকরি সিরিজ লিখা হতে চলেছে। পাঠক হয়ে সাথে আছি স্যার। চলুক। বেস্ট অব লাক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।