স্বর্গীয় আরণ্যক-৬

স্বর্গীয় আরণ্যক-৬

প্রিয় আরণ্যক এত সহজে নষ্ট হয়ে গেলি
এত ভাবতে পারিস তুই, এত ভাববার কি আছে?
এত কাঁদিস তুই, এত কাঁদবার কি আছে?
প্রিয় আরণ্যক মাথার চুলগুলো আঁচড়িয়ে নে
কিছু তরুণের সাথে তোকে মিলিয়ে নেব
একটু কথা বলত উঁচু করে
বিকেলের ঘুরতে যাওয়া তরুনদের সাথে
তোকে মেলাব
আমাদের নষ্ট শহরে ভাল মেয়েটি গোপনে বলেছে
ঠিক তোর মত একটি ছেলে তার দরকার
সেই মেয়েটির সাথে তোর দেখা করিয়ে দেব
প্রতিদিন প্রতিদিন তোর বদ্ধ ঘরে তালা দেখতে চাই
যেন বুঝতে পারি তুই ঘর ছেড়ে হাসি মুখে বেরিয়ে গেছিস
তোর স্বপ্নগুলোর কথা পথের মানুষ শুনুক
আমি তোকে কিছু ভাল বন্ধু দিতে চাই
আরণ্যক তোকে সবার সাথে মিলিয়ে নেব
ভাল একটা জামা পরে তাড়াতাড়ি
ঘর থেকে বেরিয়ে আয়-আর দেরি করিস নে।

খালিদ মোশারফের কবিতা সম্পর্কে

তবুও থামিনি আমি ''''''''''''''''''''''''''''''''''''''' তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি আমি কবিতা লিখতে বসলাম। পকেটে ময়লা মন তবু আমার যাত্রার শুভক্ষণ হঠাৎ গাড়ী নষ্ট হল নামলাম হাটলাম অনেকদূর তবুও থামিনি তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি ।

1 thought on “স্বর্গীয় আরণ্যক-৬

  1. স্বর্গীয় আরণ্যক। ধারাবাহিকটি নস্টালজিক চেতনা প্রসূত লিখা। অন্তত আমার জ্ঞানে মনে হচ্ছে এমনটাই। স্নেহ ভালোবাসা আদর বারণ সব কিছুই ধীরে ধীরে উঠে আসছে।

    লিখা জুড়ে যে আন্তরিকতার প্রকাশ এককথায় অসাধারণ। ধন্যবাদ মি. খালিদ মোশারফ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।