কবিতার সমান উচ্চতা []
[ শহীদ কাদরী- আপনাকে ]
মানুষগুলো ছায়া হয়ে যায়। পাখিগুলো হয়ে যায় পথ। যারা
ভুল করে সমুদ্রকে অন্যনামে ডাকে, তারা আরেকটি বনবাস
পেরিয়ে গিয়ে দেখে কিছু ধূসর পাতা অপেক্ষা করছে একটি
আকাশ পেরোবে বলে। একটি পোষা মাঘ-; সংরক্ষণ করছে শীত।
আমি কিছুই পেরোবো বলে এই পথে আসিনি। দাঁড়িয়ে থাকার
যে আনন্দ, তার সমান্তরালে আইফেল টাওয়ার’কে বলে এসেছি
তুমি কবিতার সমান উচ্চতা নিয়ে বাঁচো। এর চেয়ে বেশি প্রেম,
এর চেয়ে বেশি ভালোবাসা’র আমার প্রয়োজন নেই। অথবা একা
রাত’কে কাছে পেলে যে প্রেমিকা চাঁদকে বুকে নিয়ে কাঁদে তার
মতো দ্রোহী হয়ে ঢেকে দাও নাফ নদীর রক্ত, ঢেউ,তরঙ্গ, জলকণা।
বৃক্ষ কখনও দেখতে চায় না কবি-বিহীন পৃথিবী। আর নক্ষত্র,
কখনও ছেড়ে যেতে চায় না মুর্শিদী গানের আসর। যারা দ্বৈত
আরাধনা করে, কেবল তারাই জানে; ছায়াই তপস্যার অধিক।
মানুষেরা,ছায়া রেখে যেতে যেতে একদিন অন্যকে দ্যুতি দিয়ে যায়।
বাংলা ভাষাভাষী আমাদের সকলের প্রিয় কবি শহীদ কাদরী’র প্রথম মৃত্যুবার্ষিকী।
কবি’র প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। কবি বেঁচে শ্রদ্ধা এবং ভালোবাসায়।