পিঙ্গল নয়নে


মদ্যপ নই
তবু বারবার মাতাল হই- তাহারিই পিঙ্গল নয়নে
জানি অ-ঠাই
তবু উদ্ধার পাবার লোভে- ঝাঁপ দিই অথই আগুনে।
উন্মাদ হই
যদিও জানি, হেমলক ফুল – বিষাক্ত, মরণ ফাঁদ
তবু তাহারই জন্যে
ওষ্ঠে জেগে রয় আমূল তৃষ্ণা, অগাধ বিষাদ!

দাউদুল ইসলাম

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

4 thoughts on “পিঙ্গল নয়নে

  1. পিঙ্গল নয়ন শব্দটির সাথে বহুকাল দেখা নেই। সহসাই আজ পেলাম।
    শেষের তিন চরণে পুরো লিখাটিই বাজিমাৎ করেছেন স্যার দাউদুল ইসলাম।

    অভিনন্দন সহ শুভেচ্ছা জানবেন প্রিয় আধুনিক মানুষ, আধুনিক চেতনার কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. লেখা বরাবরের মতই দারুনhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif
    কিন্তু ছবিতে দুটো নয়ন দুই রং দেখেই চিন্তা করি…..সত্যির গভীরতার জন্য কোন দিকে যাবো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_scratch.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।