শত্রু মিত্র
আমার কোনো ঘোষিত শত্রু নেই।
অঘোষিত শত্রুদের দিয়েছি কবচকুণ্ডল
সাতমারী বিলের নিঃশর্ত ইজারা
দাতব্য চিকিৎসালয়।
অজান্তে গল্পের মাঝবয়সিনী লম্বা রেখায়
বন্ধুরা উঠে চলে গেছে ঘরজোড়া ফরাশে
হুইস্কি আর পোড়া সিগারেটের ছাই ফেলে।
চিলেকোঠায় প্রাচীন তোরঙ্গ খুলে
নাবাল ভালোলাগার চিহ্ন ঘেঁটে দেখি
অসময়ের বিকেলে চুরি হয়ে গেছে আমার মৃত্যুবাণ।
“অঘোষিত শত্রুদের দিয়েছি কবচকুণ্ডল
সাতমারী বিলের নিঃশর্ত ইজারা
দাতব্য চিকিৎসালয়।”
শত্রু মিত্রদের এভাবেই সব দিয়ে দেয়া ভালো। তাতে অন্তত ভালো থাকা যায় প্রিয় কবি।