অনাদায়ী মেঘ

অনাদায়ী মেঘ

নীল অসমান কোণে এক
বুড়ো অনাদায়ী মেঘ- রিমঝিম হঠাৎ বৃষ্টির শব্দে-
ভিজে যাই- ভিজে কি যাও ?
-শুধু ঝড় তুফানের বেগ !

ধূসর মৃত্তিকায় রঙকরা মূর্তি-
কত না গড়েছি কীর্তি-কেনো নেই কৃতজ্ঞতার স্মৃতি-
শুধু দৃষ্টিপাতে অনাদায়ী স্মৃতির ছোঁয়া-
তৃণকুটিরে কি মায়া বয়ে যায়-
-লেগেছে বুঝি প্রেমের হাওয়া।

ও বুড়ো মেঘ পূর্ণিমাতে জোনাকি বেশ !
মিটমিট আলোর ছায়া দিশ –ভেলকি মারার আদরে
আদরে মুখমলে ভরে নিবো -ভরে নিস-
একটি তারার উড়ো কিস-
-এবুঝি অনাদায়ী মেঘের হলো শেষ।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “অনাদায়ী মেঘ

  1. অনাদায়ী মেঘ। লিখা এবং শিরোনাম অসাধারণ হয়েছে প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।