তবুও_একা_অণুগল্প

তবুও_একা_অণুগল্প

আইসক্রিম পার্লারের সামনে দিয়ে মাকে নিয়ে হেঁটে যায় কণা।
ভিতরে জোড়ায় জোড়ায় ছেলেমেয়ে বসে আছে। একজন অন্যজনকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে। একটু দূরে বসা এক জুটি একই আইসক্রিম দুজনে দু’পাশ থেকে কামড়ে খাচ্ছে দেখতে পেলো কণা কাঁচ ভেদ করে।
ওর শরীর কেন জানি শিরশির করে উঠলো!

ইদানিং এরকম আবেগঘণ দৃশ্য দেখলে কণার চব্বিশ বছরের শরীরটি কেন জানি কেঁপে উঠে। ভিতরে কোথায় যেন সুউচ্চ পাহাড়ের কান্না জমা শীতল জল গড়িয়ে পড়ার শব্দ শুনতে পায়। সেই শীতল জলে অবগাহনের প্রচন্ড এক ইচ্ছে জাগে মনে। আর ক্রমশঃ শরীর উষ্ণ হতে থাকে।

দোকানটি পার হতে হতে কনার মনে হয়, ওদের আকদের আগে এক সন্ধ্যায় সে আর রায়হান এই জায়গাটিতে কিছুক্ষণ সময় কাটিয়েছিল। মা কে রিতার বাসায় যাবার কথা বলে সেদিন রায়হানের সাথে ছিল সে। ঐ দূরের ছেলেমেয়েটির মত একই আইসক্রিমে কামড় দিয়েছিল নিঃশ্বাস দূরত্বে থেকে! এখন ভাবতেও কেমন লাগছে যেন।
নিজের ওপর কি ঘেন্না হচ্ছে ওর?
মায়ের পাশে হেঁটে যেতে যেতে এক যুবতী যার সদ্য বিয়ে হয়েছে, কিন্তু নিজের মানুষটির ধারে কাছেও সে যেতে পারছে না, হৃদয়ে প্রচন্ড এক ভালোলাগা কিছু অসমাপ্ত প্রশ্নকে সাথে নিয়ে থেকে থেকে ওকে প্রগলভ করে তুলছে। কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর কোথায় কিংবা যে দিতে পারবে, সেটি জেনেও সে কিছুই করতে পারছে না।

হাতে বরফের কোণ… হৃদয়ে আগুনের আঁচ। সদ্য নাক ফোড়ানো এক যুবতী লম্বা পেভমেন্ট ধরে অনেক মানুষের ভীড়ে তাঁর মায়ের পিছু পিছু হেঁটে চলে… অনুভূতিতে একেলা! এমন এক বিরানভূমিতে সে বিরাজ করে, যেখানে দূরে মরীচিকার মতো একটি প্রিয় মুখ তাকে ডাকে। কিন্তু সে যতই কাছে যায়, সেই মুখটি ততো দূরে সরে যেতে থেকে।

এতো কষ্ট কেন ভালোবাসায়?

#তবুও_একা_অণুগল্প_৩০৮

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

1 thought on “তবুও_একা_অণুগল্প

  1. কষ্ট বুঝি ভালোবাসাতেই। এই ই জীবন।
    ছোট পরিসরের অনূলিখন পড়তে ভালো লাগে মি. মামুন। শুভেচ্ছা জানবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।