সুপ্তবাসনা_অণুগল্প

সুপ্তবাসনা_অণুগল্প

লাঞ্চের আর আধা ঘন্টা বাকি।
রফিক সাহেব ওজু করে এসেছেন। নিজের সীটে বসা। এই অবস্থায় মোবাইলে ফোন এলো।
ছেলের ফোন!

মুহুর্তেই অন্যরকম এক ভালো লাগা মনের আঙ্গিনায় এসে ভীড় করে। সবসময়ই এরকম হয়। দুই মেয়ে আর এই একমাত্র ছেলেটিকে নিয়েই রফিক সাহেবের জগত। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। সে ঘরে দুই নাতি। ছেলেটি মেঝ। এম,বি, এ শেষ করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে জুনিয়র অফিসার হিসাবে জব করছে। তা প্রায় বছরখানেক হয়ে গেল। ছোট মেয়েটি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছে। সে বাড়ীতে মায়ের সাথে থাকে।

ঢাকায়- একই শহরে থাকার পরেও বাবা-ছেলের ভিতর দেখা খুব কমই দেখা হয়। রফিক সাহেব প্রতি মাসে বেতনের পরে শুক্রবার মিলিয়ে একদিন ছুটি নিয়ে বাড়ীতে যান। সবাই একত্রিত হন তখন। বড় মেয়ে জামাই সহ আসে। ছেলের শুক্র ও শনিবার বন্ধ থাকাতে সেও আসে। জীবনটাকে কেমন সম্পুর্ণ মনে হয় তখন।

আর মাসের বাকি সময়টা সেই একঘেয়ে মেস জীবন…। আসলে রফিক সাহেবের এই বয়সে সবাইকে নিয়ে একসাথে থাকার সময়। নাতিদেরকে নিয়ে ফুর্তি করবেন… অথচ বাস্তবতা কি নির্মম!

তিনি এখনো কল্পনাই করতে পারেন না, এই চাকরিটা ছেড়ে দিবেন… কিংবা তাঁকে ভদ্রভাবে চলে যেতে বলা হবে।
কত কাজ এখনো বাকি!! ছোট মেয়ের বিয়ে দিতে হবে… ছেলের বিয়ে… তাঁর আগে পুরনো টিনশেড ঘরটাকে ভেঙ্গে একটা ছোট বিল্ডিং…

কবে যে হবে!

#সুপ্তবাসনা_অণুগল্প_৩০৭

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

2 thoughts on “সুপ্তবাসনা_অণুগল্প

  1. সুপ্তবাসনায় যেন এই স্বপ্নবাসনা। সুন্দর অণুগল্প মি. মামুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. সুপ্তবাসনা বাসনাগুলো মানুষকে দিনের পর দিন বাঁচতে শেখায় নানা প্রতিকূলতার ডিঙ্গিয়ে৷ সুন্দর লেখা৷ 

মন্তব্য প্রধান বন্ধ আছে।