ধরা ছোঁয়ার বাইরে
আমার কোনো নিজস্ব দেবতা নেই
যাকে ধূপ ধুনো দিয়ে রোজ আরতি করি,
যার ওপর আমার সীলমোহর লাগানো আছে।
যে সব দেবতাদের একাধিক দেবী আছেন,
যারা ধরা ছোঁয়ার বাইরে, তাদের আমি ভালোবাসি
কারণ তারা আমায় প্রথমা দেবী করে রেখেছে।
ধরা ছোঁয়ার বাইরে
আমার কোনো নিজস্ব দেবতা নেই
যাকে ধূপ ধুনো দিয়ে রোজ আরতি করি,
যার ওপর আমার সীলমোহর লাগানো আছে।
যে সব দেবতাদের একাধিক দেবী আছেন,
যারা ধরা ছোঁয়ার বাইরে, তাদের আমি ভালোবাসি
কারণ তারা আমায় প্রথমা দেবী করে রেখেছে।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ছোট পরিসরে সুন্দর লিখা। অভিনন্দন প্রিয় কবিবন্ধু।
অনেক ধন্যবাদ প্রিয় কবিবন্ধু ।
তাদের আমি ভালোবাসি
কারণ তারা আমায় প্রথমা দেবী করে রেখেছে।
অভিনন্দন জানুন প্রিয় কবি- দেবী
অনেক ধন্যবাদ প্রিয় কবিবন্ধু ।