অমীমাংসিত লেফাফা ৩
বিবেকে দুয়ারে দাঁড়িয়ে যে উচাটন মনোভাব তোমাকে
নীল দংশন করছে, তাকে তুমি ভুল করে অতৃপ্তি ভাবছো।
আমাদের গতানুগতিক জীবন ধারায় যে ভালোবাসা
শুধুই হৃদয় ছুঁয়ে যায়; তাকে তুমি অন্য কোন কিছু
ভেবে নিজেকে প্রতারিত করছো, আর ছোট করে ফেলছো
নিজের তুলনামূলক বিশ্লেষণ। কোন দিন কোন ভালোবাসা
যদি শুধুই শরীর সর্বস্ব হয় তাকে ভালোবাসা না ভেবে
বিনিময় বলা যায়। মানুষ মাত্রই আবেগী কিন্তু
প্রতিটি মানুষের আবেগেরও ভিন্ন ধরন থাকে,
তোমার মত যারা তারাই শুধু স্বপ্নীল আবেগে
ধীরে ধীরে খুঁজে যায় জ্বলন্ত চিতায় সাজানো বাগান,
গোছানো ঘর, সুখের আলমিরা, শীতের শিশির
আর চৈত্রের বিরান বাতাস। আমি তো তেমন মানুষ;
যার জন্য ফুলের সাজানো বিছানায় জড়িয়ে থাকে
কষ্টের রেটেল স্নেক, যাকে বেঁচে থাকার জন্য
শব্দ নিয়ে বসে থাকতে হয় কিন্তু মাড়িয়ে যাওয়াটা বোধয়
সহজ নয়। আসলে অনেক উপরে দাঁড়িয়ে থাকা
মানুষের মন সত্যি পৃথিবীর সবুজ গাছ গুলোকে
অনেক ছোট করে দেখে। জীবনে ম্লান চাঁদের আলোয়
সুখের পারস্পরিক গহীন প্রস্রবন আমার জানা আছে খুব,
তাই আজো সর্ম্পক এর অন্তরালে, রক্ত মাংসে তৈরী
কোন মানবী নয় শুধুই ভালোবাসা খুঁজি,
শুধুই ভালোবাসা।
এটা কোন কবিতা নয় এটা কুবিতা।
ছবিঃ নেট থেকে নেয়া
নোটঃ সময়ের অভাবে ব্লগে আসা হয় কম তাই দুটো পোষ্ট একসাথে দিলাম, এ্যাডমিন যদি মনে করেন বিষটি অনিয়মে পর্যায়ে পরছে সে ক্ষেত্রে একটি মুছে দিতে অনুরোধ থাকবে।
যার জন্য ফুলের সাজানো বিছানায় জড়িয়ে থাকে
কষ্টের রেটেল স্নেক, যাকে বেঁচে থাকার জন্য
শব্দ নিয়ে বসে থাকতে হয় কিন্তু মাড়িয়ে যাওয়াটা বোধয়
সহজ নয়।
মুগ্ধ না হয়ে উপায় নাই
শুভেচ্ছা নিন প্রিয় কবি
দুটি পোস্টের অন্যতম এই অমীমাংসিত লেফাফা ৩
মুছে দেননি সঞ্চালক মহোদয়। অপেক্ষমান তালিকায় রেখেছিলেন স্যার।
দারুণ হৃদয়গ্রাহী লিখা উপহার।
আপনার মধ্যে বিশেষ গুণ আমি লক্ষ্য করি … সেটি হচ্ছে যখন লিখছেন তখন দেখি লিখতেই আছেন। এক এর পর এক। যখন ব্যস্ততায় তখন দেখি আপনি আর নাই।