প্রয়োজন
ও ফানুস) কেনো এতো কর
ক্রোধ হিংসা অহংকার-
এভাবে বাঁচবে কি চিরকাল ?
রঙ দেখিস -সঙ সাজিস
কাছের মানুষ অপ্রয়োজন ভাবিস-
এই কিরে তোর ধর্ম কর্মের হাল
ও ফানুস) দেখিলাম শুধু তোরে
নিঃশ্বাসে নেই নেই এতটুকু বিশ্বাস!
তাই ত পারিস, রক্তের বাঁধন ছিন্ন
খেলা ঘরে খেলো তাস–ভয় ডাঙ্গায়
কাপে না মন- ক্ষমার অযোগ্য হলেও
ক্ষমা যে মহৎ গুণ, জেনোও ভুল করিস;
ফানুস) এভাবে বাঁচবে কি চিরকাল ?
কবরে গেলোও করবে কি ফানুস-ক্রোধ
হিংসা অহংকার- এভাবে থাকবে চিরকাল।
বন্ধ দরজা -অন্ধ দু’চোখের জোছনা ধারা
প্রয়োজনে পুণ্য ছড়িয়ে দিবো পাপ পাড়া
এভাবে পায়ে যাবি অপ্রয়োজন ছাড়া।
সম্ভবত একটি গীতিকাব্য পড়লাম।
ঈদ উত্তর শুভকামনা প্রিয় বাউল কবি মি. সরকার।
ভালো লাগলো
শুভকামনা