অধিকার

অধিকার

প্রত্যেকেরই বলার অধিকার আছে
থাকতে হয়, নইলে সৃষ্টি বিপন্ন হয়
পর্যবেশিত হয় অরাজক অনাচারে

সূর্যের অধিকার আছে অন্ধকার তাড়ানোর, পেলব আলোয়
ভোরের পাখিদের বলা দিবস এসেছে
চাঁদের অধিকার আছে দিক ভুলা নাবিকের
চোখে দারুচিনি দ্বীপ হয়ে ধরা দেয়া
গাছের অধিকার আছে কার্বনের বিষাক্ত গ্যাস
শরীরে ধারণ করে নানামুখী প্রক্রিয়ায়
অক্সিজেন রূপান্তরিত করা
মাছেরও অধিকার আছে পুকুর খাল বিলে
সাঁতরাতে সাঁতরাতে নদীমুখো হওয়া
পাখিদের অধিকার আছে আকাশের নীলে
উড়ে পালকের গায়ে মাখা সোনারোদ

তক্ষকের ডাকে আমরা ভীতু হই
তা বলে তক্ষক ডাকবে না তা নিশ্চয়
আমরা কেউ চাই না
কাকের বাজখাঁই আওয়াজ আমাদের কানে
কর্কশ লাগে তবু কাক হীন জনপদ
আমরা কামনা করি না

বিষাক্ত সর্পের সামনে অন্তরাত্মা বেড়িয়ে আসে
তবু সাপের ভয়াল সৌন্দর্য আমরা কি করে
অস্বীকার করি…

বিশ্ব বেহায়া আজও চড়ে খাচ্ছে
টিভি পর্দায় তার কিম্ভূত চেহারা
আমরা নির্দ্বিধায় সহ্য করে যাচ্ছি

রাজাকারের বাচ্চারা ছুঁয়ে যাচ্ছে
প্রাণের পতাকা, তাদের বিটকেলে
হাসিতে পুড়ছে সবুজ জমিন
তবু তাদের পাথর ছুঁড়ে হত্যা করতে হবে
এমন আওয়াজ আমরা নিশ্চয় তুলছি না

প্রত্যেকেরই বলার অধিকার আছে
তাকে সে অধিকার দিতে হবে
হোক সে ধার্মিক অথবা নাস্তিক…

2 thoughts on “অধিকার

  1. ‘রাজাকারের বাচ্চারা ছুঁয়ে যাচ্ছে
    প্রাণের পতাকা, তাদের বিটকেলে
    হাসিতে পুড়ছে সবুজ জমিন।’

    লিখাটিতে কল্পিত মননের যথেষ্ট উপাদান ব্যবহার করা হয়েছে। ফ্যানটাসটিক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. অধিকার বহমান তরল জলের মত
    অদি থেকে অন্ত
    অধিকারের গতি চলেছে সুঠাম পুরুষের হাত ধরে..
    তাই অধিকার; এক চোখের দৈত্য হয়েই থেকে যাবে সারা জীবন
    অধিকার সর্বদা শক্তির পুজায় রাতজাগা পাখি।

    লেখা ভালো লাগলো , শুভকামনা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।