ঈদের তিন পদ

ঈদের তিন পদ

০১/ঈদে বাড়ি ফেরা

বাড়ি ফেরার মধুর সুখ
ঈদের রং এ রাঙা বেশ!

মানুষ মানুষে ঠাসাঠাসি
বাস ট্রেন আর লঞ্চ বোঝাই!
শৈশবের ঐ দোল মাখা মমতার টান
মায়ের আঁচলপাতা যে ঐখানে!

কত চেনা কত যে সুখের আঁধার
মায়া ভরা ঐক্যতান!

০২/আসবে সবাই বাড়ি

এমনি সুখের মায়ার টানে
আসবে সবাই বাড়ি।
কারো নাই যে ঘরকন্যা, চরবে না যে হাঁড়ি।
নাই যে বাড়ি। নাই যে ঘর।
বাস্তুু ভিটে করেছে পর।
সর্বনাশের বান যে এবার স্বপ্ন নিল তল।

সুখে ভরা উঠোন ছিল,
টোনা টুনি ডালিম গাছে!
সর্ষে মাঠে সবে হলুদ ফুল দুলে;
এমনি সময় উত্তরের বান নিল সব যে কেড়ে।

০৩/সুখের মিলনের ঈদ

দুঃখ কষ্টের আঁধার ঠেলে, মিলবে আলোর দেখা
তাইতো সবাই বুক চিতিয়ে, মিলবো মোলাকাতে
আতর টুপির বাসনা ছড়ায়, ছামিয়ানার নানা বেশ
হইহুল্লুর চেচামিচি, আনান্দের নাইরে শেষ!
অনেক দিনের পর মিলবে সবাই, একই উঠোনের ঠাঁই
প্রজন্মের পরে প্রজন্ম মিলে, বেড়েছে কত কি?
সবাই খুশি দাদুর উঠানে, সুখের মিলনের ঈদ

2 thoughts on “ঈদের তিন পদ

  1. ঈদ হোক আনন্দের প্রিয় কবিবন্ধু চারু মান্নান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।