একটি আধুনিক গান
তোমাকে জানার শেষ হ’লেই নদীতে চেয়ে দেখি
একটি ঢেউ হারিয়ে গিয়েছে, লুকিয়েছে প্রিয় পাখি ॥
* ঢেউয়ের রাজ্যে আমরাও ছিলাম
ভাসমান ছবি হয়ে
আকাশ দেখেছে-পাতারা দেখেছে
আরেকটু কাছে নুয়ে
শ্বাসের ভেতরে শ্বাস মিশে গেছে শুধুই তো একাকী।।
* কবিতার মতো ঝড়ের মেয়েরা
সেরেছে আলাপন
জানতে চেয়েছে আর কত বাকী
মিলনের দিনক্ষণ
আমি তো জানি বিরহের পাশেই আলো দেয় জোনাকি।।
“তোমাকে জানার শেষ হ’লেই নদীতে চেয়ে দেখি
একটি ঢেউ হারিয়ে গিয়েছে, লুকিয়েছে প্রিয় পাখি॥”