তোমার ইচ্ছে

তোমার ইচ্ছে

তোমাকে একটু কাছে পাওয়া
বা না পাওয়া, সে তোমার ইচ্ছে।
তোমাকে একটু স্পর্শ, অথবা
তোমার উষ্ণ ঠোঁটে চুমু খাওয়া,
কিংবা, সবার অলক্ষে তোমাকে নিয়ে
লাল পাহাড়ের দেশে ঘোরা, তোমার
আদরে নিজেকে ডুবিয়ে দেওয়া,
আমার কল্পনায়, আমার ইচ্ছে।

কিংবা কোন নাম না জানা নদীর ধারে,
হয়তো কোন বকুল গাছের নীচে,
অচেনা পাখির গান শুনতে শুনতে
তোমারই কোলে মাথা রেখে
ঘুমিয়ে পড়া, আমার ভীষণ ইচ্ছে।

4 thoughts on “তোমার ইচ্ছে

  1. বাস্তবেও ইচ্ছে সমগ্র পূরণ হোক দেবী রিয়া রিয়া। :) শারদীয়ার শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।