শিরোনাম নেই


বেহুলারে..
এত ঘুমাস ক্যানে
লাখিন্দর যে যাচ্ছে ভেসে-
পুড়ছে অন্তর নিবাস,
লেগেছে গহন চন্দ্রিমা বনে…

উঠ!
উঠবিনা তুই?
সে..ই কবে, কোন রাতে ফুটেছে হাস্নাহেনা.. জুই
বিবাগী শ্রাবণে
হোলি লগনে ঝরেছে রক্ত!
আবেগী বর্ষণে!

বেহুলারে
ও বেহুলা… এবার তো সাড়া দে

দা উ দু ল ই স লা ম।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “শিরোনাম নেই

মন্তব্য প্রধান বন্ধ আছে।