বেহুলারে..
এত ঘুমাস ক্যানে
লাখিন্দর যে যাচ্ছে ভেসে-
পুড়ছে অন্তর নিবাস,
লেগেছে গহন চন্দ্রিমা বনে…
উঠ!
উঠবিনা তুই?
সে..ই কবে, কোন রাতে ফুটেছে হাস্নাহেনা.. জুই
বিবাগী শ্রাবণে
হোলি লগনে ঝরেছে রক্ত!
আবেগী বর্ষণে!
বেহুলারে
ও বেহুলা… এবার তো সাড়া দে
দা উ দু ল ই স লা ম।
অসামান্য লিখেছেন স্যার। মোহিত হলাম। বিনম্র সালাম সহ …