সেক্স ইন রিলেশনঃ মানসিকতার চরম অধ:পতন

ইদানিং যা শুনছি আর দেখছি, তাতে মনে হচ্ছে, “সেক্স ইন রিলেশন” ব্যপারটা বেশ কমন হয়ে গেছে। এমনকি আমাদের তরুন সমাজের অনেকেই ব্যপারটাকে খুব স্বাভাবিক হিসেবে নিয়েছে, যেন রিলেশনে সেক্স হওয়াটাই কমন! মেয়েরাও সেসব ছেলেদের পেছনেই ঘুরছে যাদের টার্গেট হলো- খেয়ে ছেড়ে দেয়া। একদল মজা লুটছে, আরেকদল মজা নিচ্ছে।

ব্যপারটা ঘটে যাওয়ার পর, কমন ডায়ালগ হচ্ছে- “মানুষই তো ভুল করে”। ওয়েল, এটা মানতে আমার কোন দ্বিধা নেই যে মানুষ ভুল করে, এবং তওবা করে পবিত্র হওয়া যায়। আমার মূল কনসার্ন হলো- ভুল করা এক জিনিস, আর সেক্সের মত জঘণ্য কাজকে অপরাধ মনে না করে “রিলেশনে এরকম হতেই পারে”- এই মানসিকতা ধারন করাটা বিপরীত জিনিস। যখন স্ক্যান্ডাল বের হয় বা ব্রেকআপ হয়, তখনই কেন মনে হয় যে আপনি ভুল করেছেন! এর আগে বহুবার সেক্স করার পরও, কেন আপনার মনে অনুতাপ হলো না? কেন মনে হলো না যে, আপনি জঘণ্যতম পাপ করছেন!

মেজরিটি পার্সেন্ট তরুনরা যেকোন উপায়ে তার গার্লফ্রেন্ডকে ভোগ করতে চায়, ব্যপারটা ইদানিং অনেকটা প্রি-প্ল্যানড হয়ে গেছে। মেয়েরাও যেন নিজেকে বিলিয়ে দেবার অসুস্থ প্রতিযোগীতায় নেমেছে, তারা তাদের মাইন্ড সেটাপ করেই নিয়েছেঃ There is no difference between boyfriend and husband. তো হাজব্যান্ডের সাথে যা করা যায়, বয় ফ্রেন্ডের সাথেও তাই করা যায়!

একটা কথা বলি, ভুল করে থাকলে সেটা এখনই তওবা করে শুধরে ফেলুন। কিন্তু, রাস্তার বেওয়ারিশ কুকুরের মত “রিলেশনে সেক্স হতেই পারে” বা “খেয়ে ছেড়ে দেবো” এই মানসিকতা পোষণ করে যেনায় লিপ্ত থাকবেন না। যে মেয়েটাকে আপনি খেয়ে ছেড়ে দিবেন, সে হয়তো কারো না কারো বোন; ঠিক একইভাবে আরেকটি ছেলেও যাকে খেয়ে ছেড়ে দিবে, সে হয়তো আপনার নিজেরই বোন! ইয়েস, মাইন্ড ইট!

———–
ফেসবুকে আমি।

6 thoughts on “সেক্স ইন রিলেশনঃ মানসিকতার চরম অধ:পতন

  1. “রিলেশনে এরকম হতেই পারে”- এই মানসিকতা ধারন করাটা বিপরীত জিনিস।’
    ইদানিং সমাজে ঘটতে থাকা সম্পর্ক নামের সম্পর্ক গুলোনকে আমি ঘৃণা করি। :(

  2. ভালোবাসা আর শরীর এক নয় ।
    আর একটা কথা আপনার লেখার নীচে আপনার ফেসবুকের লিঙ্ক দিয়েছেন। আমি যতটুকু জানি শব্দনীড়ে একটা অপশন আছে আপনার প্রোফাইলে ফেসবুক পেজ এর লিঙ্ক দেখা যায় । প্রোফাইল সম্পাদনা করে সেখানে ফেসবুক যুক্ত করুন ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।