লাশ

লাশ

অবয়ব শুয়ে আছে ফুলমালা
কুম্ভীরাশ্রু নতুন শস্তা কাপড়ে,
খোলস ছাড়া সাপের মতই
হিলহিল বাতাসাবলম্বী।

যত প্রতারণার শব্দকাহিনী
হ্যাঁ সূচক ছদ্মআলাপন
স্যাঁতসেঁতে ঘুপচি পৃথিবীর
নিস্পৃহ আদরের মিথ্যাসম্ভার,
মৃত লোমকূপের বর্জ্য এখন।

এখন শুধুই শেষকৃত্যের সংক্ষিপ্ত হিসেব,
এখন শুধুই রেখে যাওয়া
অভোগ্য সম্পদ তালিকাকরণ।
শোকের শোপিস সাজানোর
প্রতিযোগিতায় ভাগ নিতে হুড়োহুড়ি।

অস্থির এ ধাবমান অন্ধকারে
ছায়ারাও শিউরে ওঠে
যন্ত্রমানসের বদ্ধ সময় অবসরে,
তিরতিরে কালোর পাতলা পরত
চিরে উঁকি দেয় অবোধ ঈশ্বর।

অবলীলায় ভালবাসার হৃদটুকরোদল
নিমন্ত্রিতের সংখ্যা গোণে,
চোখের কোনায় গড়ানো স্বনিয়ন্ত্রিত হর্মোণ
আবাল্য স্মৃতির পচা স্তুপ হাতড়ে
শস্তায় আমদানি গুচ্ছ বাসি গোলাপ।

শ্মশানের চারপেয়ে কুকুরেরা
গোরস্থানের চারপেয়ে কুকুরেরা
কাঁদে, ফের মোটা হয়
ধৈর্যের শেষ পরীক্ষা হয়ে গেলে
খুঁটে খায় উচ্ছিষ্ট মাংস অবশেষ।

দূরের কোনো সাইরেনে সুরেলা
বাঁশিওয়ালা একমনে মালকোষ বাজায়,
ভ্রষ্ট ব্যভিচারে বিব্রত ত্রিমাত্রিক রক্তচক্ষু,
রাতের শিফট ফেরত হতচকিত
শবানুগমনের বিকট লালসায়।

তীক্ষ্ণ ওডিকোলন ও ঢাকতে পারেনা
ভালবাসার দেহনিঃসৃত তীব্র পচা গন্ধ।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

2 thoughts on “লাশ

  1. ‘এখন শুধুই শেষকৃত্যের সংক্ষিপ্ত হিসেব,
    এখন শুধুই রেখে যাওয়া
    অভোগ্য সম্পদ তালিকাকরণ।’ লাশ। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।