পরিশিষ্ট

পরিশিষ্ট

এক এক করে সবাই বিদায় নিচ্ছে
চেনামুখ, ডাল-ভাত, সর্ষে ইলিশ
অন্ধদিনে মঙ্গার রিলিফ।

ভিখারির থালায় হাসে কাচা সোনা রোদ
দেখার কেউ নেই চকচকে আধুলির দুঃখ
একটাকা দুইটাকার হাক-ডাক।

বিদায় নিচ্ছে সবাই
এক আকাশ নবীণ কষ্ট বুকে নিয়ে
ক্ষয়ে যেতে থাকে কেউ কেউ।

3 thoughts on “পরিশিষ্ট

  1. শেষ প্যারাটায় বিরহ। এই বিরহ আমাদের মিলিত হবার সম্ভাবনাকে বাঁচিয়ে রাখে।
    শুভাগমন প্রিয় কবি মোকসেদুল ইসলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. এক আকাশ নবীণ কষ্ট বুকে নিয়ে
    ক্ষয়ে যেতে থাকে কেউ কেউ।
    …..বেঁচে থাকার আশাটা হয়তো ক্ষীণ হয়ে আসলেও সকলেই সুন্দরভাবেই বাঁচতে চায়। শুভ কামনা…ভালো লেগেছে…আপনার শেষ ক’টি লাইন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।