শীতের মায়া
দু-চারটে দোকান পেরিয়ে আসার পর গায়ে লাগে গাঁয়ের হাওয়া। চার রাস্তার মোড়। ল্যাম্পপোস্টগুলো দাঁড়িয়ে থাকে ঠাঁয়। প্রতিটা শীতরাতের নিরব স্বাক্ষী। সন্ধ্যার ডানায় উড়ে আসে আউলা বাতাস। হলুদ পাতারা ঝরে যাওয়ার আগে গেয়ে ওঠে শীতের গীত। পুরনো স্মৃতির এ্যালবাম থেকে উঠে আসে শৈশব প্রেম – আধেক লেনদেন। অনেক পুরনো হয়ে গেছে জলের ইতিহাস। ডুব সাঁতার। উত্তরের লু হাওয়া। ধূ ধূ বালুচর। হারিয়ে যাওয়া গাঁও। আমরা খুব সহজেই ভুলতে পারি সদ্য নেমে আসা শীতসকালে একটা ডিম ভাঙার কাহিনী।
গদ্য কাব্য আমার সব সময়ই পছন্দ। পড়তে ভালো লাগে। সময় পেলে আমি এমনিতেই বিভিন্ন সাইটে গদ্য পড়ার জন্য যাওয়া আসা করি।
ভালো লিখেছেন প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম। শুভ সকাল।
ধন্যবাদ শ্রদ্ধেয়। শুভ সকাল
চমৎকার
পুরনো স্মৃতির এ্যালবাম থেকে উঠে আসে শৈশব প্রেম – আধেক লেনদেন। অনেক পুরনো হয়ে গেছে জলের ইতিহাস। ডুব সাঁতার…
ভালো লাগল কবিতাটি,
অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই প্রিয় <3