অপেক্ষা
জন্মের পর থেকেই অপেক্ষা করেছি এতকাল,
দাঁড়িয়ে রয়েছি শুধু তোর জন্য, তোরই অপেক্ষায়।
তোর অদৃশ্য ছায়ায় সম্মোহিত আমি,
আয়, সাজিয়ে রেখেছি শুধু তোর জন্যই
স্বর্গের পারিজাতের সুরভিত মন, আর
আমার সব অধরা স্বপ্নদের শুধু তোর জন্য।
একবার এসে দেখ, বুকের নিচে গনগনে আগুন,
পুড়ে যাওয়া বিশ্বাসের পোড়া গন্ধ, যারা যাবার
তারা চলেই গেছে কবে। একা শুধুই একা
অপেক্ষায় আছি যুগযুগান্তর ধরে।
তুই হাত না বাড়ালে স্বপ্ন থেকে যাবে।
কখনোই আমার আর স্বপ্ন ভেলায় চড়া হবে না।
অপেক্ষায় আছি যুগযুগান্তর ধরে।
তুই হাত না বাড়ালে স্বপ্ন থেকে যাবে।
কখনোই আমার আর স্বপ্ন ভেলায় চড়া হবে না। ___ জীবনের ভগ্নাংশ কেবলই অপেক্ষার।
শুভকামনা অফুরান বন্ধু