তুমি যা ভাবছ সেই ভাবাটা আমার ভাবা নয়
আমার ভাবা আমার সাথে তোমাকে নিয়ে নয়
এবার হয়তো বসব গিয়ে তুমি থাকবে দাঁড়িয়ে
আমার আমি বোকার মত নিজেকে দেব হারিয়ে
তুমিও জিতে কোথাও যেন যাচ্ছ কেন পিছিয়ে
আমাদের শূন্য জীবন পূর্ণ দিকে আছে তাকিয়ে
আমি এখন তোমার জন্য আমার খোঁজে থাকি
ভাবতে ভাবতে আমরাই হৃদয়ে হৃদয় মাখি
আমি এখন তোমার জন্য আমার খোঁজে থাকি

ভাবতে ভাবতে আমরাই হৃদয়ে হৃদয় মাখি
ধন্যবাদ
বেশ ইন্টারেস্টিং করে লিখেছেন প্রিয় কবি। মুগ্ধ পাঠ।
ধন্যবাদ
ভাল থাকবেন
ভালো বলেছেন ভাই।
ধন্যবাদ
ভাল থাকবেন