ভ্রষ্ট নদ-নদী
ভ্রষ্ট নদীর নষ্ট চিত্রে কাঁদছে পৃথিবী
ভালোর মাঝে আলোয় আঁধার নষ্ট স্বীকৃতি।
পুরুষগুলো নারী সেজে করছে ধর্ষিতা
যৌন স্বাদ নিয়ে কবি লিখছে কবিতা।
কেবা পুরুষ কেবা নারী চেনা বড় দায়
ধর্ম-কর্ম সব হারিয়ে চায় না দিতে সায়।
স্বাধীনতায় ভুলে গেছে পরাধীনতার জ্বালা
সেই সুযোগে নষ্ট ভ্রমর করছে কলি কালা।
ভাবছে বসে সব ঝিনুকে মুক্তা পাওয়া যায়
তাইতো সবে সত্তা ভুলে আপন চিত্ত পোড়ায়।
‘স্বাধীনতায় ভুলে গেছে পরাধীনতার জ্বালা
সেই সুযোগে নষ্ট ভ্রমর করছে কলি কালা।
ভাবছে বসে সব ঝিনুকে মুক্তা পাওয়া যায়
তাইতো সবে সত্তা ভুলে আপন চিত্ত পোড়ায়।’
শিরোনামীয় কবিতার রিদম্ ভালো হয়েছে প্রিয় কবি মি. রুদ্র আমিন।
মন্তব্যে ভালোবাসা ভাইজান, সাথে
র শুভেচ্ছা।