কেন যাও জলের কাছে

প্রিয় গান …

কেন যাও জলের কাছে –
কেন যাও জলের কাছে, কেন জল এ মন টানে
ভেসেযায়, কাকে চায়, নদী কী তার অর্থ জানে?
যেতে দাও যাচ্ছে যে সে যাবার আগে,
দেখে যাক কী লেখা এইজলের দাগে।
লেখা হায়, মুছে যায়, তুমি কি তা রাখবে মনে?
জানি জল কূল ভেঙে যায় গভীর রাতে
জানি জল বুক পেতে দেয় অপেক্ষাতে।
বলে আয়, ডেকে যায়, তুমি কি তাই ভাবছ গানে?
রূপঙ্কর বাগচী

মিতা সম্পর্কে

দিন ফেলে রাতে দৌড়াই; রাত ফেলে দিনে। শরীর ফেলে মনে দৌড়াই; মন ফেলে শরীরে।সব পাই,আবার কিছুমাত্রও পাই না। স্বপ্ন ঊড়ে বারে বারে,তবুও স্বপ্ন দেখি লেখাপড়া ক্লাস ফাইভ ।

7 thoughts on “কেন যাও জলের কাছে

  1. অখণ্ড অবসরে এমন গীত বাণীর মূর্চ্ছনা মনটাকে আলগা করে দেয়। আমি গান ভালোবাসি। এক সময় প্রচুর শোনাও হতো। রূপঙ্কর বাগচী’র কণ্ঠে এই গানটি আমার শোনা হয়নি। ইদানিং মনের সাথে মানসিকতাও কেমন জানি উড়ু উড়ু হয়ে গেছে। সংসার জীবন।

    সকাল সকাল সবচেয়ে বড় হচ্ছে অনেকদিন পর আপনার পোস্ট পেয়ে ভালো লাগলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. বাহ বেশ ভাল লাগলো গানটি ।

    কেন যাও জলের কাছে –
    কেন যাও জলের কাছে, কেন জল এ মন টানে

মন্তব্য প্রধান বন্ধ আছে।