প্রিয় গান …
কেন যাও জলের কাছে –
কেন যাও জলের কাছে, কেন জল এ মন টানে
ভেসেযায়, কাকে চায়, নদী কী তার অর্থ জানে?
যেতে দাও যাচ্ছে যে সে যাবার আগে,
দেখে যাক কী লেখা এইজলের দাগে।
লেখা হায়, মুছে যায়, তুমি কি তা রাখবে মনে?
জানি জল কূল ভেঙে যায় গভীর রাতে
জানি জল বুক পেতে দেয় অপেক্ষাতে।
বলে আয়, ডেকে যায়, তুমি কি তাই ভাবছ গানে?
রূপঙ্কর বাগচী
অখণ্ড অবসরে এমন গীত বাণীর মূর্চ্ছনা মনটাকে আলগা করে দেয়। আমি গান ভালোবাসি। এক সময় প্রচুর শোনাও হতো। রূপঙ্কর বাগচী’র কণ্ঠে এই গানটি আমার শোনা হয়নি। ইদানিং মনের সাথে মানসিকতাও কেমন জানি উড়ু উড়ু হয়ে গেছে। সংসার জীবন।
সকাল সকাল সবচেয়ে বড় হচ্ছে অনেকদিন পর আপনার পোস্ট পেয়ে ভালো লাগলো।
আমিও প্রথম শুনলাম। কালকে ইনবক্সে পেয়ে শেয়ার করার ইচ্ছে হলো …
খুব ভালো করেছেন স্যার। এই সুযোগে আমাদেরও শোনা হলো।
বাহ বেশ ভাল লাগলো গানটি ।
কেন যাও জলের কাছে –
কেন যাও জলের কাছে, কেন জল এ মন টানে
এই মিডিয়াটি ডাউনলোড করব কিভাবে ?
ইউটিউব থেকেও পারেন । আপনার পিসিতে Real Player থাকলে ।
ধন্যবাদ। ইউটিউবে পেয়েছি