নিশুতি রাতের ইতিকথা ১৩
বিশুদ্ধতার নগরীতে তোমাকে আরও একবার স্বাগতম
যেখানে সুকান্ত রুদ্র সুনীল তোমার ফেরার অধীর অপেক্ষায়।
ঐ দূরের নক্ষত্র দক্ষিণা বারান্দা নিঃসঙ্গ কফি মগ তোমার ফেরার ব্যাকুল প্রতিক্ষায়।
আজ রাতজাগা পাখি জেগে আছে তার নিশুতি রাতের ইতিকথা নিয়ে।
কবিতা ভুলে যাওয়া সময় পেরিয়ে
ফড়িং আর দোয়েলের জীবনে তোমাকে আরও একবার স্বাগতম।
‘আজ রাতজাগা পাখি জেগে আছে তার নিশুতি রাতের ইতিকথা নিয়ে।’ দারুণ।
ভালো লাগল খুব