শরতের জানালা

শরতের জানালা

কখন শরৎ এসেছে জানালার পাশ-
বুঝতে পারিনি-কারণটা হয় তো এখানে
মরুভূমি বালুচর হয়েছে- ভাবিনি;
তবুও কাশফুল রাঙিয়ে দিলো-
-ঐ নীল রাস্তার দুই কুল-
ঝড় হাওয়া মানে না-মানে না শরৎ
ভাদ্রের খরা মধ্যদুপুর- ঘাম ঝরা বেদনা-
সেতো শরতেরি কাশফুল-
আর শিউলি হেসেই ঝরে পরছে ঠিকানা;
দক্ষিণা জানালা তেমনি আছে
শরতের ধূলির সাথে মিশে যাচ্ছে নিঃশ্বাস
বিশ্বাস সেতো শরতের জানালা !
এ পাশ- ও পাশ, ঘুম পারা আয়না।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “শরতের জানালা

মন্তব্য প্রধান বন্ধ আছে।