নাটাই

নাটাই

তার ঘুড়ি হবার সাধ ছিল। অসীম সীমানায় ভেসে বেড়ানো নানান রঙের ঘুড়ি। কেবলই হাওয়ায় ভাসা। কেবলই হারিয়ে যাওয়া।

ঘুড়ির নাটাই তার ভীষণ অপছন্দ ছিল কি রকম অহেতুক নিয়ন্ত্রণ।

ইদানিং তার নাটাই হবার সাধ। যত অসীমের কাছে যাক নাটাইয়ে সুতোয় টান পড়লে ঘুড়ি ঠিক ফেরে তার আসল ঠিকানায়…

2 thoughts on “নাটাই

মন্তব্য প্রধান বন্ধ আছে।