ক্ষুধার জন্য টান টান বাসনা খসে পড়ে

ক্ষুধার জন্য টান টান বাসনা খসে পড়ে

ক্ষুধার জন্য টান টান বাসনা খসে পড়ে
ইট সুরকির পুরাতন দালানের মতো
স্বপ্নগুলো চুঁইয়ে চুঁইয়ে কদাচিত ধুমকেতুর ফলা বুনে যায়
অরন‌্যের বিনুনীতে সদ্য ফোটা ফুলের তোরায়
মধুর গুঞ্জণ নেশার হাট বসে সহসা;

করতলে ছিল যে মাছি
কৌতহল বসত মৃত! তুচ্ছ লীলায় ধুলোর আবিরে এখন
কি অধিকার ছিল তারে করতলে রাখবার?
বাঁচবার অধিকারে স্বাধীনতা হারালো;
না কি স্বাধীনতা এক বিচ্ছিন্ন একচিলতে বাসনা?
ইচ্ছে করলেই ক্ষয়ে যায়, খসে পড়ে, নুয়ে পড়ে
গ্রহণ লাগা মেরুদন্ড;
চন্দ্রাবতীর ভালোবাসায় আপ্লুত, মোহগ্রস্থ
অভিমানের ফারাক টেনে টেনে কালের আবর্তে
যেমন থাকে বাতাসের হাতে মেঘের লাগাম!

০৩,আশ্বিন/শরৎকাল/১৪২৪

2 thoughts on “ক্ষুধার জন্য টান টান বাসনা খসে পড়ে

  1. অপূর্ব !! ডিফরেন্ট টাইপের লিখা। প্রকৃতি থেকে জীবন আবার এই জীবন থেকেই জীবন নিয়ে প্রকৃত লিখা … যা কিনা সম্ভব একজন জাত লিখিয়ের হাতে। অসাধারণ তুমি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।