যারা লিখে রাখে

যারা লিখে রাখে []

যাত্রাদলের যাত্রীরা পথে পথে লিখে যায় তাদের নাম।
যারা অভিনয় জানে না, পড়ে তারাও। দেখে মন মাতানো
ছবি। নৃত্যদৃশ্য। মালকা বানুর দেশ। বেহুলার বিলাপ।

যারা লিখে, তারা পড়তে পারে না। যারা পড়ে, তারা ভালোবাসে
বিসর্গপ্রণয়। প্রেমপত্রে হাতের ছাপ কিংবা সবুজপাতায়
কররেখা রেখে, পৃথিবী ও বলে-
আমি তো প্রেমিকই আছি, লিখে রেখে নাম সমকালে।

4 thoughts on “যারা লিখে রাখে

  1. ”আমি তো প্রেমিকই আছি, লিখে রেখে নাম সমকালে।” আপনার কবিতা বরাবরই মুগ্ধ হয়ে পড়ি। ভালো লাগে খুব

মন্তব্য প্রধান বন্ধ আছে।