আনন্দশিমূল
তোমার জন্যেই…
শুধু তোর জন্যে আমি মৃত্যু পিছিয়েছি
আজানুলম্বিত রাত
ভালোবাসা নামের এই জীবহত্যা
চারিদিকে ভারি শিল্প হয়ে বিকশিত
তবু যে-কোনও চিৎকারের কেন্দ্রে আশা থাকে
চোখকে বলা হোক আঁখি সেই জায়গাগুলোতে
যেখানে মাঠ, এক-ফর্মার চটি বৃষ্টিতে ভরে উঠছে
একশো কপি আনন্দশিমূল
অসম্ভবকে আমি তো বলেইছি অপেক্ষমান
অনবদ্য এবং অসাধারণ লিখনি। অভিনন্দন প্রিয় শব্দশিল্পী চন্দন দা।
আজানুলম্বিত রাত
ভালোবাসা নামের এই জীবহত্যা
চারিদিকে ভারি শিল্প হয়ে বিকশিত
ভালো লাগল কবিতাটি
ভীষণ সুন্দর উপস্থাপন;
প্রীতিময় শুভেচ্ছা ও ভালবাসা –