পথে হেঁটে যেতে পার

পথে হেঁটে যেতে পার

পথে হেঁটে যেতে পার
ফুটপাত ব্যপি হকারদের আবহনে!
সর্পপথ মাড়িয়ে;
এখানে ওখানে ঘুরে ঐ সেই পথে
একটু মুক্ত হাওয়া বয় সম্মুখে লেক সোপান
শরতে জল ভরা;
মিহি ঢেউয়ের জলবিথিকা নিরন্ন আবশে
উত্তরের পাড় ছুঁয়ে দেয়।

হাজার পথিকের ঘমাক্ত উৎকট গণ্ধের
বিমর্ষ কোলাহলে ভাসে;
গাড়ি, রিকশা বাস, অটো, টেম্পুর হর্ণ কোলাহলে
ভেঁপু বাজিয়ে যায় গাড়ি দ্রুতলয়ে;
মৃতপ্রায় রোগীর দ্রুত সেবার আচ্ছাদনে।

১৪২৪/১০, আশ্বিন/ শরৎকাল।

1 thought on “পথে হেঁটে যেতে পার

  1. লিখায় সমকাল অথবা নৈমিত্তিক বাস্তবতা উঠে এসেছে। এভাবেই জীবন চলে বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yes.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।