দুই লাইনের ভালোবাসার গল্প (০১-০৩)

দুই লাইনের ভালোবাসার গল্পঃ

[০১]
ঝগড়ার সময় স্ত্রী রেগে গিয়ে স্বামীকে বলল- “তোমার যা কিছু আছে, তা নিয়ে আমার রুম থেকে চলে যাও! আজ থেকে দু’জনের রুম আলাদা।” অতঃপর স্বামীটি স্ত্রীকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে গেল।

[০২]
স্ত্রীঃ তুমি কানা নাকি! বাজার থেকে কি ছাইপাস পটল এনেছো। অর্ধেক পটল বসি পড়েছে। এখন এগুলো তুমি একাই খাবে।
স্বামীঃ কি করবো বলো! সব পটলতো আর তোমার ঐ পটলচেরা চোখের মত এত সুন্দর হয় না!! তোমার দু’চোখে দেখি আমার সাড়ে সব্বোনাশ…
স্ত্রীঃ (খুশীতে) থাক! আর কবি হতে হবে না। বাসি পটলগুলো না হয় আমিই খাবো।

[০৩]
স্বামীঃ এই খেলায় যদি তুই জিতোস, তাহলে আমি তোর। আর যদি আমি জিতি? যা! তাহলেও আমি তোর।
স্ত্রীঃ মনে রাখিস! হুমমম…। হারলেও তুই আমার, জিতলেও তুই আমার। চল! খেলি….

6 thoughts on “দুই লাইনের ভালোবাসার গল্প (০১-০৩)

  1. অসাধারণ সংযোজন। মনটা ভালো হয়ে গেলো।
    ভালোবাসা এমন সরল স্বাভাবিকই ভালো। 
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Claps.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।