চিত্রকল্প
বাইরে অলৌকিক অপার নিস্তব্ধতা
অচেনা রহস্যের মত সাদা সাদা বালুকণা
পথ প্রান্তর জুড়ে ছড়ানো অসীম উদাসীনতায়
সবুজ ঘাস পাথর কুঁচির মত চাপা পড়েছে বালুকণায়
তুষারপাতের চিহ্ন পাতাবিহীন শাখায় শাখায়
প্রেরণার মত উড়ে যায় ঝোড়ো বাতাস
নির্জন পথঘাটে স্বর্গের শান্তি যেন উপচিয়ে পড়ছে
চিত্রকল্প বর্ণনায় এ আমি আজ মৌনী আত্মস্থ।
দারুণ চিত্রকল্প। অভিনন্দন প্রিয় কবিবরেষু।
শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ বন্ধু |
অনেক সুন্দর কবি দিদি ভাই।
শুনে অত্যন্ত প্রীত হলাম কবি বোন ।