কেউ কেউ জানতে চাইবে
অনেকের ভালো লাগে না বিচ্ছেদভৈরবী। যারা শালুক সন্ধানে
মাড়িয়েছিল বিলের ছায়া, তারা দেখেছে হাওয়ার ভরাট সামন্ত
কী যাদু নিয়ে লিখে রাখে পাখিদের কোলাহল। কবিতার খাতায়
প্রিয়তমার নাম লিখে রাখার সাহস দেখাতে পারেন ক’জন কবি।
অথবা যার কোনো আরাধনা নেই- সেই মানুষটি পাপ মোচনের
পরীক্ষা পাতায় কেমন কান্নার ছবি আঁকে, সেই স্ন্যাপশট
কত গভীরে তুলে রেখেছে বসন্তের যাদুঘর।
বিরহ অনেক কিছুই জানতে চায় জীবনের কাছে। অপঠিত
সেই ধারাপাত পড়ে যারা শুদ্ধ হবে,
হয়তো তাদের কেউ কেউ একদিন জানতে চাইবে
এই জননগরে আসলেই কোনো প্রেমিক-প্রেমিকার
বসবাস ছিল কী না!
____________________
নিউইয়র্ক ** ১৭ নভেম্বর ২০১৪
কবিতার জন্য প্রিয় ভালোবাসা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।
ভাল লেখা কবি দা। শুভেচ্ছা নিন।
ভালো লেখা। ভাল লাগল ।