শ্মশানবিলাস

শ্মশানবিলাস

কবিতায় জীবন, জীবনে কবিতা
জাগতিক বলে এখানে কিছু নেই, সবই অসার,
কি করা যাবে এই ভবিতব্য, এই নিয়তি,
এখানে থাকা মানে মৃত্যুই পরিণতি
মন বেঁচে থাকলে মেরে দেয়
মরে গেলে শ্মশানযাত্রী হয়
জীবনে শুধু কবিতা আর হা হুতাশ
ডুকরে কাঁদে শ্মশানবিলাস
কারো ভালো দেখলে পরাণ জ্বলে যায়
খারাপ দেখলে অধিক আনন্দ হয়
এরা মানুষ নয় দেবদূত আর দেবদূতী
যত কাছাকাছি থাকে ততই ধনে মানে উন্নতি।

6 thoughts on “শ্মশানবিলাস

  1. 'খারাপ দেখলে অধিক আনন্দ হয়
    এরা মানুষ নয় দেবদূত আর দেবদূতী
    যত কাছাকাছি থাকে ততই ধনে মানে উন্নতি।' __ হুম কথা মন্দ নয় দেবী বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।