সারারাত জলের জোনাকে

সারারাত জলের জোনাকে

আবার বৃষ্টি এলে সারারাত জলের জোনাকে
লিখে নাম, দেবো ভাসিয়ে কাগজ
কেউ জানবে না এই হেমন্তে, কে ছিল গোলাপ বাগানে
কে ছিল প্রথম শ্রোতা, ভূপেনের পদ্মা– গঙ্গা — গানে
কে ছিল স্বীকৃত আলো- কে ছিল পাখা হাতে বসে
পাশে রেখে স্মৃতিঠোঙা, বুকে নিয়ে পুষ্পব্যানার
কে এমন কার্তিকের ভোরে ফসলী মাটির ঘ্রাণে ঘ্রাণে
খুঁজেছিল হাত দুটি, চুড়িভাঙা স্রোতের কিনার।
আলস্য আদরে এই ছবিগুলো কথা বলে যায়
কেউ লিখে রাখে নাম,
কেউ বসে সারিন্দা বাজায় ……..

2 thoughts on “সারারাত জলের জোনাকে

মন্তব্য প্রধান বন্ধ আছে।