নলবুক সাহিত্য
কি আশ্চার্য রক্তের ঘ্রাণ পারফিউমে মৌ মৌ করছে
কলা গাছের শরীরে তাকাতেই দেখি মানবের ত্বক
আর ভালোবাসা চিন্তা করতেই দেখি উভয়চর প্রাণী
আজ আর আশ্চার্য হই না কিংবা বিচলিত, ক্যানো না
পশু হত্যার চেয়েও আজ মানব হত্যা অতি সহজ, ঠিক
যেন কাব্যিকতার মুখোশে আজকের সাহিত্যের নলবুক।
'পশু হত্যার চেয়েও আজ মানব হত্যা অতি সহজ, ঠিক
যেন কাব্যিকতার মুখোশে আজকের সাহিত্যের নলবুক।'
অসাধারণ সত্যকে সামনে এনেছেন প্রিয় কবি মি. রুদ্র আমিন।
মন্তব্যে ভালোবাসা ভাইজান।
‘নলবুক সাহিত্য’ বিষয়টা ঠিক বুঝলাম আমিন ভাই
অনবদ্য কাব্য শৈলী!
লেখনি পাঠে খুব ভাল লাগলো।
নলবুক মানে কি দীর্ঘ্য বা নলাকার পুস্তক !