দৃঢ়চেতা

দৃঢ়চেতা

যন্ত্রণার রঙে ছেয়ে গেলে বরফকুচি আকাশ
শরীরে কাঁটা দেয় মৃত্যুর বান্ধব
চিরঋণী জলের কন্যা অস্ফুট যন্ত্রণার সাথী
কাঠকুটো খুঁটে খায় শঙ্খের শব।

সাড়া দাও শঙ্খিনী হাড়হাভাতে মানুষের দেশে
এখানে শোকাতুর যতসব জন্মান্ধ
থেঁতলে পড়ে থাকে মরা কোকিলের অভিশাপে
পালকে থাকেনা কোন প্রফুল্ল গন্ধ।

মানুষ দীর্ঘ জীবন কাটায় সাপের তীক্ষ্ণ শীৎকারে
কোন এক দৃঢ়চেতা থেকে যায় শীর্ষবিন্দুর আকারে…

3 thoughts on “দৃঢ়চেতা

  1. যথেষ্ঠ সুন্দর লিখা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। ধন্যবাদ।

  2. মানুষ দীর্ঘ জীবন কাটায় সাপের তীক্ষ্ণ শীৎকারে
    কোন এক দৃঢ়চেতা থেকে যায় শীর্ষবিন্দুর আকারে 

     

     

    চমৎকার 

মন্তব্য প্রধান বন্ধ আছে।