শব্দনীড় আড্ডা স্থগিত প্রসঙ্গে

আজকের শব্দনীড় আড্ডা স্থগিত প্রসঙ্গে

খুব ইচ্ছে ছিল সবার সাথে দেখা হবে, কথা হবে। প্রিয় মানুষগুলোর সঙ্গে দেখা নেই অনেক দিন ধরে। বাদাম খাবো, আর আড্ডার ফাঁকে ফাঁকে চলবে চা। আমরা এমনটাই ভাবছিলাম।

কিন্তু মানুষ যা ভাবে মাঝেমধ্যে তার উল্টাটা ঘটে। তাই অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের আড্ডার প্রধান উদ্যোক্তা, প্রিয় ব্লগার, গল্পকার আনু আনোয়ার ভাইয়ের আব্বা এবং তার ছোটভাই হঠাৎ করে গুরুতর অসুস্থ হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য নির্ধারিত আড্ডা স্থগিত করা হলো।

আড্ডারর পরবর্তী দিন তারিখ শীঘ্রই জানানো হবে। যারা সাথে থাকতে চেয়েছিলেন আশা রাখি তাদেরকেও পরবর্তীতেও পাবো। আমরা সবাই আনু আনোয়ার ভাইয়ের আব্বা এবং ছোটভাইয়ের জন্য দোয়া এবং দ্রুত সুস্থতা কামনা করছি।

1 thought on “শব্দনীড় আড্ডা স্থগিত প্রসঙ্গে

  1. আমরা সবাই মি. আনু আনোয়ার এর বাবা এবং ছোট ভাইয়ের জন্য দোয়া এবং দ্রুত সুস্থতা কামনা করছি। আমীন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।