বিপুল গোপনে
সবকিছু প্রকাশিত হতে নেই.. যেভাবে গোপন থাকে বড় কবিদের জীবন ..
যেভাবে অরণ্যে লুকিয়ে থাকে পাখি …..
কিংবা যেভাবে ঝড়, লুকিয়ে রাখে তার বুকের আগুন
আশ্বিনের বজ্রমেরুতে- ঢেলে দিতে দিতে আবার দাঁড়ায়
মৌসুমের ফলে ও ফসলে, প্রেমের গল্প শোনাতে….
বনের বিপুল গোপনে লুকিয়ে থাকে যে ফুল,
আমরা কি ওদের নাম জানি, কিংবা ছুঁয়ে দেখতে পারি!
হয়তো পারি, হয়তো পারি না –
গোপনে গোপনেই চলে দিন-রাত্রির খেলা,
কেবল প্রাণই সয়ে যায় সকল বিধূর বেদনা।
কবিতার জন্য শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।