নাকাল
এখনো আমার কতো শব্দ জাতে উঠেনি কারবলা
এখনো আমার তারকা কথাগুলো তোমাকে হয়নি বলা!
তবুও আমি থেমে নেই, থেমে নেই ফোরাতের জল
এখনো যে এজিদের বংশধর, ছাড়েনি কুট-কৌশল!
দামেস্কের আকাশ এখনো কালো, ইরাকেরো তাই
খোলা আকাশে শান্তি খুঁজে, আমাদেরই রোহিঙ্গা ভাই!
ইয়ামেন, ফিলিস্তিন কোথায় নেই পাষণ্ড সীমারের দল
ঐতিহ্যে চোখ মেলে দেখো, কেনো আমরা আজ হীনবল?
ঘাতকেরা ছিলো, এখনও আছে, থাকবে চিরটাকাল
জ্ঞান, বিজ্ঞান বিমুখ কোন জাতি বলো হয়নি নাকাল?
সার্থক কবিতা। মুসলিম জাহান আজীবন অভিভাবকহীনই রয়ে গেলো।
অশেষ কৃতজ্ঞতা জানবেন।।